পাকিস্তানে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৫ জনই দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিবাসী বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, টানা ঝড়-বৃষ্টির কবলে পড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার দেখা দিয়েছে। একই সঙ্গে মাটি নরম হয়ে যাওয়ায় বেড়েই চলছে ভূমিধস।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এক কর্মকর্তা জানান, টানা বর্ষণে প্রায় ১৫০ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোহিস্তান নামে একটি এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা থেকে অন্তত ৩০জনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।
এদিকে পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের শাংলা, সোয়াত এবং মালাকন্দ, মানসেহরা, আপার ডির, চারসাড্ডা ও চিত্রলে বেশি হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের নদী তীরবর্তী বাড়ি-ঘরের মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন