যুক্তরাষ্ট্রের একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন। সোমবার দেশটির টেনেসি রাজ্যের পূর্বে গ্রেট স্মকি মাউনটেনস ন্যাশনাল পার্কের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বাংলাদেশ সময় মঙ্গলবার ইউএস টুডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র কাথলিন বারজেন এক ই-মেইল বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, বেল ২০৬ নামের একটি হেলিকপ্টার সেভিয়ারভাইলের কাছে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির অধিকাংশ আগুনে পুড়েই ভস্মীভূত হয়েছে। হেলিকপ্টারের তেমন কোনো অংশ অক্ষত নেই।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার চার ঘণ্টা পর ঘটনাস্থলে কয়েকটি উদ্ধারযান ও বেশ কয়েকজন উদ্ধারকর্মী পৌঁছান।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানানো হয়নি।