হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক। ভারতের এই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন জানান, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে যেভাবে অর্থ চুরি হয়েছে, সেই ঘটনার প্ররিপ্রেক্ষিতে ভারতও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার রাজন বলেন, সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা আমাদের সবার কাছেই যথেষ্ট উদ্বেগের বিষয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তাছাড়া বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটাও ভালভাবে বোঝার চেষ্টা করছি যাতে, আগামীতে আমরা আরও নতুন নতুন পদক্ষেপ নিতে পারি।''
তবে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
সাইবার সিকিউরিটিকে একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি বলে অভিহীত করে রাজন বলেন, ''এই ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষেরও ধারণা রাখা উচিত। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাইবার সিকিউরিটির শীর্ষ পদে একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে। খুব শিগগিরি কাজ শুরু করা হবে।''
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ