জাতিসংঘের ১০ম মহাসচিব নিয়োগের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া আগামীকাল ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এদিন ভাইভা দিয়ে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হবে। মূলত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন দিন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রার্থীরা সাক্ষাৎকারের মুখোমুখি হবেন। জাতিসংঘের ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম মহাসচিব হতে আগ্রহী প্রার্থীদের সংস্থার ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মুখোমুখি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হচ্ছে। আর এবারই প্রথম চারজন নারী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। তিনি হলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। খবর এএফপির
জাতিসংঘ মহাসচিব প্রার্থিতার লড়াইয়ে আটজন প্রার্থীর মধ্যে চার নারী হলেন বোকোভা, পুসিক, ঘেরম্যান ও হেলেন। এর মধ্যে বুলগেরিয়ার বোকোভা হলেন ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক, ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হলেন ভেসনা পুসিক, মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নাটালিয়া ঘেরম্যান ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। অন্য চার পুরুষ প্রার্থী হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উদ্বাস্তু সংস্থার সাবেক হাইকমিশনার অ্যান্টনিও গুতেরেস, মন্টিনিগ্রোর সাবেক প্রধানমন্ত্রী ইগর লুকসিক, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সাবেক সভাপতি মেসেডোনিয়ার সার্গজান কেরিম।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকেই প্রার্থীদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে কেবল নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়ার ভোটেই নির্বাচিত হতো। এ প্রক্রিয়া নিয়ে বহুদিন ধরে আন্তর্জাতিক মহলে সমালোচনা ছিল। এবার মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা আনার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। গত সেপ্টেম্বরে মহাসচিব পদে নিয়োগ পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পক্ষে সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। অধিকাংশ রাষ্ট্রের সম্মতিতে নতুন এ প্রক্রিয়ায় মহাসচিব পদের প্রার্থীদের আবেদন ও জীবন বৃত্তান্ত জমা দিতে হবে। পরে সাধারণ পরিষদের সদস্যদের সামনে বক্তব্য পেশ করতে হবে।
জাতিসংঘের বর্তমান মহাসচিব দক্ষিণ কোরীয়ং বান কি মুনের দ্বিতীয় মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যেই মুনের উত্তরসূরি নির্বাচন করতে হবে। ঐতিহ্য অনুসারে আঞ্চলিক আবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন। সেক্ষেত্রে পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ