জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ, গ্যাস সংযোগ। বন্ধ রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা।
বৃহস্পতিবার রাতে প্রথমে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিউশু দ্বীপের মধ্যাঞ্চল কুমামোটোয় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এর প্রায় ৪০ মিনিট পর ৫.৬ মাত্রার পরাঘাত (আফটার শক)হয়। এর কিছু সময় পর মধ্যরাতে দ্বিতীয়বার পরাঘাত হয়।
ভূমিকম্পে কুমামতো ও কিয়েশু অঞ্চলে বিপুল সংখ্যক বাড়ি ঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। এই শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়া ভবনগুলোর নিচে আটকা পড়ে বহু মানুষ। তাদের উদ্ধারে সরকারের বিভিন্ন বাহিনী রাতভর অভিযান চালায়।
কুমামতোর পুলিশ কর্মকর্তা হিরোনাকি কোসাকি জানান, শুক্রবার সকাল পর্যন্ত তারা নয়জনের মৃত্যুর খবর পেয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।
তবে ভূমিকম্পে কিউশু দ্বীপের দুইটি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আরো দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান একটি। এ দেশে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১৮ হাজার লোকের প্রাণহানি হয়। ভয়াবহ সুনামিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিককেন্দ্র।
তথ্য সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ