ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পে ৫ শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এখবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
রাজধানী কুইটো থেকে ১শ' ৬০ কিলোমিটার দূরে ইকুয়েডরের মুইসনি শহরের কাছে বাংলাদেশ সময় রবিবার সকাল ৫টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর স্থানীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। এছাড়া দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলীয় প্রায় ৩শ' কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস বলেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৭৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৫৮৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখনো অনেক ভূমিকম্পন কবলিত এলাকায় উদ্ধারকর্মীরা প্রবেশ করতে পারেনি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব