গুয়ান্তানামো বে বন্দি শিবির থেকে নয়জন বন্দিকে সৌদিআরবে স্থানান্তর করা হয়েছে। এদের সবাই ইয়েমেনী নাগরিক। এই বন্দিদেরকে ইয়েমেনে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি নেই বলে সৌদি আরব তাদেরকে নিতে রাজি হয়েছে। খবর বিবিস বাংলার।
সৌদি আরবে নয়জন বন্দিকে পাঠিয়ে দেওয়ার পর কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার গুয়ান্তানামোতে এখন রইলো ৮০ জন বন্দি। বেশিরভাগ বন্দিকে কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই এক দশকেরও বেশি সময় ধরে আটক করে রাখা হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার মেয়াদ শেষ হওয়ার আগেই এই কারাগার উঠিয়ে দিতে চান। আর কয়েকদিন পর আরব দেশগুলোর এক সম্মেলনে যোগ দিতে ওবামার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।
কম ঝুঁকিপূর্ণ বন্দিদের ছেড়ে দেওয়ার জন্যে প্রেসিডেন্ট প্রশাসনের তৎপরতার মধ্যেই তাদেরকে সৌদি আরবে স্থানান্তর করা হলো।
হোয়াইট হাউজ অন্যান্য বন্দিদেরকেও অন্যত্র পাঠাতে চায়। কিন্তু কংগ্রেস তার বিরোধিতা করছে।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সরকারের কাছে কৃতজ্ঞ রইলো যুক্তরাষ্ট্র কারণ তারা একটি মানবিক কাজ করেছে। গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধ করে দেওয়ার ব্যাপারে তারা ওয়াশিংটনকে সাহায্য করলো।” স্থানান্তরিত বন্দিদের মধ্যে সবচে' বেশি আলোচিতদের একজন তারিক বা ওধ। ২০০৭ সাল থেকে অনশন করছেন তিনি। তারপর থেকে প্রতিদিনই তাকে জোর করে খাওয়ানো হচ্ছে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের উপর ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই কারাগারটি চালু করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা