দক্ষিণ চীন সাগরে ব্যাপকভাবে ধারাবাহিক সামরিক মহড়া চালিয়েছে চীন। চীনের এ তৎপরতার ফলে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
চীনের পিএলএ দৈনিকে এ মহড়া চালানোর খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মহড়ায় সত্যিকার যুদ্ধের পরিবেশ সৃষ্টির জন্য উন্নত পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নৌবহরের রণপ্রস্তুতি আরো কার্যকর হবে। দৈনিকটি বলেছে, বিদ্যুৎ-চৌম্বকীয় আবহ সৃষ্টি করে সেনা প্রশিক্ষণ দেয়াও এ মহড়ার অংশ ছিল।
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে চীনের কথিত ভূমি অধিগ্রহণ এবং সামরিক উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করার কয়েকদিনের মধ্যে মহড়ার খবর প্রকাশ করা হলো।
প্রায় গোটা দক্ষিণ চীন সাগরকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে বেইজিং। তবে এ সাগরের অংশবিশেষের ওপর নিজেদের মালিকানা দাবি করছে তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরের তলদেশে প্রচুর পরিমাণ তেল ও গ্যাস সম্পদ রয়েছে বলে মনে করা হয়।
দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে এ বিরোধে মার্কিন সরকার বেইজিংয়ের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পক্ষ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই সাগরে নিজের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন, যাকে উত্তেজনা সৃষ্টিকারী হিসেবে মনে করছেন সমালোচকরা।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ