২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে বৈশ্বিক জলবায়ু বিষয়ক চুক্তিতে ১৯৬টি দেশ সমর্থন দিয়েছিল তাতে স্বাক্ষর করেছে অধিকাংশ দেশ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন ১৭০ দেশের প্রতিনিধিরা।
এর আগে, গত বছরের ১২ ফেব্রুয়ারি ওই চুক্তিতে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছিলেন বিশ্বনেতারা। চুক্তি অনুসারে, ২০২০ সালের পর থেকে কার্বন নিঃসরণকারী দেশগুলো জলবায়ু তহবিলে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার বা ৯২ বিলিয়ন ইউরো দেবে। এ অর্থ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর উন্নয়নে ব্যয় করা হবে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব