যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৩২ মেট্রিক টন ভারি পানি বিক্রি করার বিষয়টি তেহরানের পদস্থ পরমাণু আলোচক নিশ্চিত করেছেন। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে। ইরানের আইন এবং আন্তর্জাতিকবিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভিয়েনায় প্রেসটিভিকে গতকাল এ কথা জানান।
তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন একটি কোম্পানি ভারি পানি বিক্রি সংক্রান্ত চুক্তি করেছে। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের বৈঠকের আগে এ সংক্রান্ত চুক্তি হয়। তিন মাস আলোচনার ভিত্তিতে এ চুক্তি সই হয়েছে বলেও জানান আরাকচি।
এদিকে, মার্কিন জ্বালানি দফতরের এক মুখপাত্র বলেন, ইরানের কাছ থেকে এ দফতর ৮৬ লাখ ডলার ব্যয়ে ৩২ টন ভারি পানি কিনবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং গবেষণা সংস্থাগুলোসহ দেশটির ভেতরে তৎপর একটি জাতীয় গবেষণাগারের কাছে এ পানি বিক্রির পরিকল্পনা মার্কিন জ্বালানি দফতর করেছে।
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা অনুযায়ী ইউএফ৬ নামে পরিচিত সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরান বিক্রি করতে পারবে। বিনিময়ে তেহরান ইয়েলো কেক নামে পরিচিত প্রাকৃতিক ইউরেনিয়াম কিনতেও পারবে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ