চিনের বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবীর অধিকাংশ বস্তুর মতো গৃহপালিত কুকুরও নাকি মূলত চিনা বংশোদ্ভূত! অর্থাৎ এটিতেও চিনের একচ্ছত্র অধিকার, এমন বক্তব্যই উঠে এসেছে ওই বিজ্ঞানীদের কথায়৷ তারা জানান, ৩৩ হাজার বছর আগে দক্ষিণ চিনেই উৎপত্তি কুকুরের আদিম গৃহপালিত প্রজাতির৷
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় জানা যায়, প্রায় ১৫ হাজার বছর আগে মধ্য এশিয়াতে উৎপত্তি কুকুরের। চিনের ইউনাং প্রদেশের কুনমিং ইনস্টিটিউট অফ জুওলজিতে এ বিষয়ে একটি গবেষণা হয়। ঝাং ওয়াপিং-এর নেতৃত্বাধীন গবেষণা দলটি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে হওয়া পূর্বোক্ত গবেষণাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগেকার ওই গবেষণাটি 'ক্যানিন জেনেটিক ডাইভার্সিটি'র উপর হওয়া সর্ববৃহৎ গবেষণা বলে মনে করা হয়।
বর্তমান চিনা গবেষকদের দাবি, অ্যাডাম বয়কোর নেতৃত্বাধীন পূর্বোক্ত গবেষণাটি দুটি কারণে ভুল। প্রথমত, মধ্য এশিয়ার সংজ্ঞায় ওখানে নেপাল ও মঙ্গোলিয়াকে আনা হয়েছে। দ্বিতীয়ত, দক্ষিণ চিনের কুকুরদের পরিসংখ্যানের কথা সেখানে ছিল না। অথচ তৎকালীন গৃহপালিত কুকুর বিষয়ক আলোচনায় বারবার এই অংশের নাম আসত।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন