বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধবিমান পাঠিয়ে মার্কিন রণতরীকে তাড়া দিয়েছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপের কাছ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার সময়ে তাকে হুঁশিয়ার করতে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। চীনা প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার এ খবর দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ফেয়ারি ক্রস রিফ দিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস উইলিয়াম পি লরেন্স যাওয়ার সময় চীন দুটি যুদ্ধবিমান পাঠায়। এ সময়ে ডেস্ট্রয়ারটি দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে ছিল। ফেয়ারি ক্রস রিফ স্পার্টলি দ্বীপপুঞ্জে অবস্থিত। অবশ্য একে চীন নানশা দ্বীপপুঞ্জ বলে থাকে।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন যুদ্ধজাহাজের এ এলাকায় টহল দেয়ার সমালোচনা করেছে। যুদ্ধজাহাজটি চীনা পানিসীমায় অবৈধভাবে ঢুকেছিল বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুক কাং।
অবশ্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বিল উরবান দাবি করেন, ওই এলাকার পানিসীমায় চীনের বাড়তি দাবি চ্যালেঞ্জ করতে মার্কিন নৌবহর অভিযানে নেমেছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।
দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকাকে নিজের অংশ বলে দাবি করছে চীন। তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনামসহ আরো অনেক দেশ চীন সাগরের ওপর নিজেদের মালিকানা দাবি করছে।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ