যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র বাহিনী এখনো ১৯৭০'র দশকের সেকেলে কম্পিউটার ব্যবস্থা এবং ৮ ইঞ্চি ফ্লপি ডিস্ক ব্যবহার করছে। এতে আধুনিক আইটি ব্যবস্থার চেয়ে তিন গুণ বেশি অর্থ রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় করতে হচ্ছে বলে সরকারের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে।
সরকারি প্রতিবেদনে বলা হয়, দেশটির যে সব বিভাগ এখনো প্রাচীন কম্পিউটার ব্যবস্থা ব্যবহার করছে তাদের অন্যতম হলো প্রতিরক্ষা দফতর পেন্টাগন। প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এ ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়, প্রাচীন এ সব প্রযুক্তি রক্ষণাবেক্ষেণের পেছনে মার্কিন করদাতাদের ৬১০০ কোটি ডলার ব্যয় করতে হয়। আধুনিক আইটি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের চেয়ে তিনগুণ বেশি ব্যয় হচ্ছে বলে প্রতিবেদনে স্বীকার করা হয়।
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমারু বিমানের মধ্যে সমন্বয় করে মার্কিন যে প্রতিরক্ষা বিভাগ তারা ব্যবহার করে ১৯৭০'র দশকে নির্মিত আইবিএম সিরিজ-১ কম্পিউটার। এ কম্পিউটারে ব্যবহৃত হয় ৮ ইঞ্চি ফ্লপি ডিস্ক।
অবশ্য পেন্টাগনের মুখপাত্র লে কর্নেল ভ্যালারি হ্যান্ডারসন এ প্রসঙ্গে বলেন, সংক্ষেপে বলতে চাই যে এ ব্যবস্থা দিয়ে কাজ করা যাচ্ছে বলেই এটি এখনো ব্যবহার করা হচ্ছে। অবশ্য বাতিল ফ্লপি ড্রাইভ নিয়ে উদ্বেগ নিরসনে আগামী বছরের শেষ নাগাদ নিরাপদ ডিজিটাল ড্রাইভ প্রতিস্থাপন করা হবে বলেও জানান তিনি।
এদিকে, মার্কিন নিউক্লিয়ার কমান্ড, কন্ট্রোল এবং কম্যুনিকেশনের গোটা ব্যবস্থার আধুনিকায়ন চলছে। ২০২০ সালের মধ্যে পুরো ব্যবস্থা বদলে ফেলার পরিকল্পনা করেছে পেন্টাগন।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৬/শরীফ