দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো ড্রোন মোতায়েন করেছে চীন। স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন হারবিন বিজেডকে-০০৫'র উপস্থিতি উপগ্রহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। ইমেজ স্যাট ইন্টারন্যাশনাল বা আএসআই এ ছবি তুলেছে।
বিরোধপূর্ণ চীন সাগরের উডি আইল্যান্ড নিয়ে যখন তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে উত্তেজনা তুঙ্গে তখন ওই এলাকায় এই নজরদারি বা গোয়েন্দা ড্রোন মোতায়েন করলো দেশটি।
দূরপাল্লার ড্রোন হারবিন বিজেডকে-০০৫'র ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা নেই । গতমাসে উপগ্রহ থেকে তোলা ছবিতে ড্রোনে অস্ত্র বহনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অবশ্য এ ড্রোন এক নাগাড়ে ৪০ ঘণ্টা আকাশে থাকতে পারে। এদিকে, এর আগে উডি আইল্যান্ডে যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বসানো হয়েছিল তার অবস্থান পাল্টানো হয়েছে বলে উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে। এতে বিমান হামলা চালিয়ে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা বেশ কষ্টসাধ্য হবে।
এদিকে, পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, 'ওই এলাকায় চীনের আচরণে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র।'
বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৬/শরীফ