লিবীয় উপকূলে নৌকাডুবিতে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।
নৌকাডুবির পর উদ্ধারকর্মীরা কমপক্ষে ৩৪০ জনকে জীবিত উদ্ধার করেছে। শতাধিক লাশ সাগরে ভাসছিল। ওই নৌকায় ৭শ' যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ১০৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ডুবে যাওয়া নৌকার বহু শরণার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে উপকূলরক্ষী এবং উদ্ধারকর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ