ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীর পানি আজ শনিবার থেকে কমতে শুরু করেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। গত প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট মারাত্মক বন্যায় সেইন নদীর পানির স্তর গড়পড়তা স্তর ছাড়িয়ে ১৫ ফুট [৪.৫ মিটার] পর্যন্ত পৌঁছে যায়। এ ঘটনা সেইন নদীর পানির স্তর বাড়ার ঘটনার ক্ষেত্রে গত ৩৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। খবর এপির
সেইন নদীর পানির স্তর স্বাভাবিক হতে কমপক্ষে ১০ দিন লেগে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে।
গত প্রায় এক সপ্তাহের প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট মারাত্মক বন্যায় প্যারিসসহ ফ্রান্সের কয়েকটি অঞ্চল, জার্মানি, রুমানিয়া ও বেলাজিয়ামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত এসব দেশে ১৬ জনের প্রাণহানি হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে।
ফরাসি ইমার্জেন্সি কোম্পানি এনেদিস জানায়, বন্যায় এখনো প্যারিস ও দেশটির মধ্যাঞ্চলে প্রায় ১৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন রয়েছে।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ