উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার ভোর রাত তিনটার দিকে দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে ৪০০ কিলোমিটার দূরে আফ্লোওতে এ দুর্ঘটনা ঘটে।
খবর বলা হয়েছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি একটি পাথরের বাঁধে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। কিন্তু বাসের অধিকাংশ ঘুমিয়ে থাকায় আগুনে দগ্ধ হয়ে তারা মারা যান।
প্রসঙ্গত, প্রতি বছর আলজাজিরায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৬/মাহবুব