জার্মানির ঐতিহ্যবাহী রক সংগীত অনুষ্ঠানে বজ্রপাতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকালের এ উৎসবে কয়েক বার বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্য ইউরোপে ঝড় ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। ঝড় ও বৃষ্টিতে শুধু জার্মানিতে নিহত হয়েছে ১১ জন।
এর আগে গত বছরও রক ফেস্টিভ্যালে বজ্রপাত হয়। তখন ৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
রক এএম রিং ফেস্টিভ্যালের আয়োজনকারীরা উৎসব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে গত সপ্তাহে জার্মানিতে একটি ফুটবল ম্যাচ চলার সময় বজ্রপাতে আহত হয় ৩৩ জন। এর আগে ফ্রান্সের একটি বিনোদন পার্কে এক শিশুর জন্মদিনের উৎসবে বজ্রপাত আঘাত করলে আহত হয় ১১ জন।
উল্লেখ্য, ‘রক এএম রিং ফেস্টিভ্যাল’ নামে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। দেশটিতে এবার ৩১তম উৎসব চলছে।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-২২