মালয়েশিয়ার একটি সুপার মার্কেটে চলন্ত এস্কেলেটরের সঙ্গে পরনের প্যান্ট আটকে তিন বছরের এক শিশুর পুরুষাঙ্গ ছিড়ে গেছে। সোমবার সকালে এস্কেলেটরে বসে থাকলে শেষের দিকে এসে প্যান্টটি আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, পুরুষাঙ্গের মাথা এস্কেলেটরের সঙ্গে আটকে গেলে ব্যথায় চিৎকার করতে থাকে শিশুটি। একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে জরুরি স্টপ সুইচ টিপে এস্কেলেটরটি বন্ধ করে। আঁধা-ঘন্টা পর উদ্ধারকর্মীরা এসে তাকে উদ্ধার করে।
উদ্ধারকর্মী দলের মুখপাত্র নাসির ওয়াহাব ডেইলি মেইলকে জানান, ''এস্কেলেটরে উপরে উঠার সময় এ দুর্ঘটনাটি ঘটে। তার পুরুষাঙ্গসহ প্যান্টটি আটকে যায় সেখানে। উদ্ধারে আমরা শাবল ব্যবহার করেছি। উদ্ধারের পর শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।''
ওয়াহাব নাসির বলেন, শিশুটি অবুঝ। এক্ষেত্রে শিশুটির বাবা-মায়ের আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ