ইরাকের রাজধানি বাগদাদে ২টি পৃথক বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর ৭০ জন। বাগদাদের একটি ব্যস্ত বাণিজ্যিক সড়কে এবং সামরিক চেকপোস্টে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বাগদাদ পুলিশের তথ্য মতে, শহরটির পূর্বদিকের একটি ব্যস্ততম সড়কে পার্ক করে রাখা একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
অন্যদিকে বাগদাদের উত্তরের তাজি আর্মি চেকপোস্টে হামলা চালায় আরেকটি গাড়িবোমা। এতে ৭ সেনা নিহত এবং ২০ জনেরও বেশি শত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন