আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে হত্যার পরিকল্পনাকারী সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। আরেক আন্ডারওয়ার্ল্ড ডন ও ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের আস্থাভাজন ছোটা শাকিলের নির্দেশেই তারা ছোটা রাজনকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে পুলিশ জানায়। খবর ইন্ডিয়া টুডে'র
গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন ছোটা রাজন। এরপর তাকে ভারতে প্রত্যাবর্তন করা হয়। বর্তমানে তাকে দিল্লির তিহার জেলে রাখা হয়েছে।
ছোটা রাজন হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সন্দেহভাজন আটক ওই চার খুনিকে গতকাল দিল্লির একটি কোর্টে হাজির করানো হলো তাদেরকে জুডিশিয়াল কাস্টোডি দেন আদালত। এরপর তাদেরকেও তিহার জেলে পাঠানো হয়। তারা সবাই দিল্লির বাসিন্দা।
ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনার পর তাকে হত্যার এটাই প্রথম প্রচেষ্টা। এর পেছনে ছোটা শাকিলের প্রত্যক্ষ হাত রয়েছে পুলিশের দাবি। মি. রাজন যখনই জেল থেকে বের হতেন তখন-ই তাকে টার্গেট করার পরিকল্পনা নিয়েছিল আটককৃতরা।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ