ইসলামিক স্টেট (আইএস) নির্বিশেষে নির্লিপ্ততায় চালিয়ে যাচ্ছে একের পর এক হত্যাকাণ্ড। কখন যে কার উপর হামলা চালাতে পারে তা নিয়ে নির্ভরযোগ্য কোন তথ্যও থাকে না। তবে এবার এই জঙ্গি সংগঠন প্রকাশ করেছে তাদের টার্গেট লিস্ট। আগামী দিনে কাকে কাকে হত্যা করা হবে তার একটা তালিকা প্রকাশ করেছে আইএস।
যে সমস্ত দেশের মানুষকে হত্যার পরিকল্পনা রয়েছে সেই সব দেশের নাম জানিয়েছে। এগুলো হলো: বেলজিয়াম, ব্রাজিল, চীন, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইজরায়েল, ইতালি, জামাইকা, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ-টোবাগো, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। তালিকায় বলা হয়েছে: এসব দেশের ৭ হাজার ৮৪৮ জন আমেরিকান, ৩১২ জন কানাডিনান, ৩৯ জন ব্রিটন এবং ৬৯ জন অস্ট্রেলিয়ানই পরবর্তী টার্গেট।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ