মার্কিন সঙ্গীতশিল্পী ক্রিসটিনা গ্রিমিকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত বন্দুকধারী। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে একটি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন গ্রিমি। এসময় এক বন্দুকধারী তাকে গুলি করে। ঘটনার পর পরই এই মার্কিন গায়িকাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ২২ বছর বয়সী ওই গায়িকার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অরল্যান্ডো পুলিশ জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আহত গায়িকা গ্রিমি মারা গেছেন।
এদিকে, ওই হামলাকারী কিভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কনসার্টে প্রবেশ করেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে দুটি বন্দুকসহ গ্রেফতার করলেও নাম প্রকাশ করা হয়নি।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব