যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে শহরের পালস নৈশক্লাবে এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীর মারা যায়।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, রাত ২টায় সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুকধারী গুলিবর্ষণ করলে এক কর্মকর্তা তাকে প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু দৌড় দিয়ে ওই ক্লাবে ঢুকে পড়েন বন্দুকধারী। হামলাকারী দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। গুলিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।গুলি শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ওই ক্লাবে ঢুকে হামলাকারীকে হত্যা করে পুলিশ।
বিবিসি জানাচ্ছে, আক্রমণকারী বন্দুকধারী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন এবং তার বয়স ২৯।
এর আগে শুক্রবার অরল্যান্ডোর এক কনসার্টে গুলিবিদ্ধ হয়ে মারা যান ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি।
বিডি-প্রতিদিন/ ১২ জুন, ২০১৬/ আফরোজ