চীনের সাংহাইয়ে পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তি হাতে তৈরি বোমাসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আহত হয়েছে চারজন। স্থানীয় সময় রবিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরকভর্তি একটি বোতল ছুঁড়ে মারেন হামলাকারী। সেটি দুই নম্বর টার্মিনালের একটি তল্লাশি পয়েন্টে গিয়ে পড়ে বিস্ফোরিত হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর পর হামলকারী একটি ছুরি বের করে নিজের ঘাড়ে আঘাত করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রত্যক্ষদর্শী নি বোয়েন জানিয়েছেন, পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি চেক ইনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি বোতল তার দিকে কেউ ছুঁড়ে মারে। বোতলের মুখ থেকে সাদা ধোঁয়া বের হতে দেখে তিনি ছিটকে সরে যান।
২০১৩ সালে এই বিমানবন্দরে হুইলচেয়ারে বসে এক ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটান। এর দায়ে তার ছয় বছরের জেল হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ