ইতালির সিসিলি উপকূলে পৃথক অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। রবিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
ইতালীয় নৌবাহিনীর জাহাজে করে এ অভিযান চালানো হয়। অভিযানে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকরাও অংশ নেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শরণার্থীদের নৌকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১ হাজার ৩৪৮ শরণার্থীকে উদ্ধারের পর রবিবার আরও ১ হাজার ২৩০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, এ বছর প্রায় ৪৮ হাজার শরণার্থী লিবীয় উপকূল পাড়ি দেয়া চেষ্টা করে। পরে তাদের ইতালীয় উপকূলে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৬/মাহবুব