জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ফিয়েনহাইমের একটি সিনেমা কমপ্লেক্সে এক বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফ্রাঙ্কফুর্টের কাছের শহরটিতে এই হামলা হয়।
জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়, মুখোশধারী এক ব্যক্তি একটি বন্দুক ও বিস্ফোরক বেল্ট নিয়ে সিনেমা কমপ্লেক্সে ঢুকে গুলি চালায়।
এতে ২০ থেকে ৫০ জন আহত হয়েছে বলে ডার্মস্টেটার এসো জানিয়েছে।
গত ১১ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৬/ আফরোজ/ সালাহ উদ্দীন