ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদের চুলের যত্নে প্রতি মাসে ৯ হাজার ৮৯৫ ইউরো খরচ হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় সোয়া ৯ লাখ টাকা। দেশটির সাপ্তাহিক সংবাদ সাময়িকী লা ক্যানার্ড এনচেইনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় কোষাগারের এ অর্থের প্রায় পুরোটাই যায় অলিভার বি নামের প্রেসিডেন্টের চুল পরিচর্যাকারীর পকেটে। ফ্রাসোয়া ওলাদের বেশির ভাগ বিদেশ সফরেও তিনি তার সঙ্গে থাকেন।
ফরাসি সরকারের মুখমাত্র স্টিফেন লি ফোল নিশ্চিত করে জানিয়েছেন, প্রেসিডেন্টের চুলের পরিচর্যার পেছনে মাসিক ৯ হাজার ৯৮৫ ইউরো খরচ হয়। তবে তার দাবি, এই ব্যয় যোক্তিক।
এদিকে, ফরাসি প্রেসিডেন্টির চুলের পেছনে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর কয়েকজন টুইটার ব্যবহারকারী তো ২০১৭ সালে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকজন ন্যাড়া মাথার প্রার্থীকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দিয়েছেন। তাদের মতে, এতে করে করদাতাদের কিছু অর্থ বেঁচে যাবে।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৬/মাহবুব