পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের সরকার। সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানীসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো রয়েছে। 'মুভ অন পাকিস্তান' নামের পাঞ্জাবের একটি প্রায় অজ্ঞাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়।
পাকিস্তান কর্তৃপক্ষ 'মুভ অন পাকিস্তান'রর প্রধান মোহাম্মদ কামরানকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। ফয়সালাবাদভিত্তিক এ ব্যবসায়ীকে দেশে সামরিক শাসন জারির আহবান জানানোর অভিযোগে আটক করা হবে। এ ছাড়া, কামরানের আয়ের উৎস, ব্যবসা ও সম্পদের বিষয়েও তদন্ত করা হবে।
পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম বলছে, 'মুভ অন পাকিস্তান'র দফতরে এর আগে অভিযান চালিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। ফয়সলাবাদের সারগোদা রোডে অবস্থিত এ দফতর থেকে কয়েক কোটি রুপি মূল্যের গাড়ি উদ্ধার করা হয়। এ সব গাড়ির শুল্ক দেয়া হয়নি বলে তদন্ত দেখা গেছে। এ ছাড়া, সাইবার অপরাধসহ আরো নানা তৎপরতায় কামরান জড়িত বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৬/শরীফ