ইসলামী বক্তা জাকির নায়েকের হত্যা করার ডাক দিলেন বিজেপি নেত্রী স্বাধী প্রাচী। যে ব্যাক্তি এই কাজটি করবে তাকে ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
উত্তরাখন্ডের রুরকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাধী বলেন 'জাকির নায়েক মোটেও ইসলাম ধর্মের প্রচারক নন, তিনি একজন সন্ত্রাসী। কোন দলের নেত্রী হিসাবে নয়, ব্যাক্তিগত উদ্যোগেই জাকির নায়েকের হত্যাকারীকে পুরস্কার বাবদ ৫০ লাখ রুপি দেওয়া হবে।'
জঙ্গিদের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করার আর্জিও জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে।
প্রসঙ্গত গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরই জাকির নায়েকের নাম উঠে আসে। বাংলাদেশের তদন্তকারীরাও জানান হামলাকারী ২ জঙ্গি জাকির নায়কের ভাষণেই অনুপ্রাণিত হয়েছিল। ওইদিনের হামলায় এক ভারতীয় সহ নিহত হয়েছিল ২২ জন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন