অদ্ভুত সব মন্তব্যের জেরে রিপাবলিকান দলের তরফে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সারাবিশ্বেই আলোচিত ব্যক্তি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই ট্রাম্পকে নানা রকম বিদ্রুপাত্মক মন্তব্য ছোড়ায় ব্যস্ত। এ বার ট্রাম্পকে গ্রিন টি পাঠিয়ে তাঁর মনটাকে পরিষ্কার করার পরামর্শ দিল কলকাতার এক চা সংস্থা। খবর আনন্দবাজার পত্রিকার।
ট্রাম্পকে ছ’হাজার ব্যাগ অসম গ্রিন টি পাঠিয়ে ওই চা সংস্থা। সেইসঙ্গে বার্তা দিয়েছে, ‘নিজেকে পরিষ্কার করুন’।
‘টি-এ-মি’ নামের ওই সংস্থার তরফে মার্কিন রিয়েল এস্টেট টাইকুনের কাছে আবেদন, ‘প্রিয় মিস্টার ট্রাম্প, ভারত থেকে আপনাকে নমস্কার জানাই। আমরা আপনার জন্য প্রচুর পরিমাণে গ্রিন টি পাঠালাম। এটা ক্ষতিকারক উপাদানের সঙ্গে যুঝতে সাহায্য করে। একই সঙ্গে এই চা আপনার মন এবং শরীর দুটোই পরিষ্কার রাখবে। এবং এতে আপনি আরও স্মার্ট হয়ে উঠবেন। দয়া করে আপনি এই চা খাবেন নিজের জন্য, আমেরিকার জন্য এবং সমগ্র বিশ্বের জন্য।’
ট্রাম্পকে নিয়ে নাকি সমগ্র বিশ্ব ভয়ে কাঁটা। বিভিন্ন মহল থেকে ট্রাম্পের বিরোধিতার পরেও ট্রাম্প নিজেকে সংযত করেননি। এমনটাই একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে ‘টি-এ-মি’ কোম্পানির পক্ষ থেকে। একই সঙ্গে তাদের পরামর্শ, ‘আমরা তো আপনাকে থামাতে পারব না। কিন্তু পাল্টানোর চেষ্টা তো করতে পারি।’
এ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া কী? কলকাতা থেকে পাঠানো এই চা কি তিনি আদৌ পেয়েছেন? কিছুই জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৬/ আফরোজ