ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অবকাশ শহর নিসে দেশটির জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে সমবেত হওয়া জনতার ভিড়ে ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো পঞ্চাশের অধিক মানুষ আহত হয়েছেন। গতকাল রাতের শেষ দিকে সংঘটিত এ ঘটনায় ট্রাকচালকও পুলিশের গুলিতে প্রাণ হারান। খবর সিএনএস'র
গতকাল ছিল ফ্রান্সের জাতীয় দিবস [বাস্তিল ডে]। এদিন দেশটিতে সরকারি ছুটি থাকে। তাই দিবসটি উদযাপনের জন্য ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর নিসে জড়ো হয়েছিলেন ফরাসিরা। দিবস উদযাপন শেষে যখন তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করছিলেন তখনই সেখানে বিশালাকৃতির একটি সাদা ট্রাক আবির্ভূত হয়। ট্রাকটির চালক প্রথমে জনতাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এরপরই সে জনতার মধ্য দিয়ে ট্রাকটিকে এক মাইলের বেশি দূর পর্যন্ত নিয়ে যায়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে। যখনই লোকজনকে আঘাত করা হচ্ছিল তখনই চালক তার ট্রাকটির গতি আরো বাড়িয়ে দিচ্ছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানান।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ