বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বাস্তিল দিবসে প্রমনেদ দেস অঁলেতে আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শত শত লোক জড়ো হয়েছিল। সেখানেই হামলাকারী ট্রাকচালক জনতার ভিড়ের মধ্যে ট্রাক ঢুকিয়ে দেন। সেই ট্রাক চালক পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজের পিস্তল উঁচিয়ে বেশ কয়েকবার গুলি ছুড়েছিলেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ফ্রান্সের আঞ্চলিক প্রেসিডেন্ট ক্রিশ্চান এসত্রোসি বলেন, পুলিশ গুলি করার আগে হামলাকারীও বেশ কয়েকবার গুলি ছোড়েন।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রাকের ভেতর থেকে নিষ্ক্রিয় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বেশ কটি নকল রাইফেলও পাওয়া গেছে। এদিকে আঞ্চলিক আইনপ্রণেতা এরিক সিওত্তি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে। হামলার সময় পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেখানে অবসর সময় কাটাচ্ছিলেন। তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এ ঘটনায় এ পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/হিমেল-০১