জাপানে অতিরিক্ত কাজের চাপে শতকরা ২০ জন কর্মী প্রাণ হারান। সম্প্রতি দেশটিতে অতিরিক্ত কাজের যে সংস্কৃতি গড়ে উঠেছে তার ওপর নতুন জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে জাপান সরকার।
শনিবার বার্তা সংস্থা এএফপি জানায়, অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ওপর প্রথম শ্বেতপত্রের অংশ হিসেবে জরিপটি চালানো হয়। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিপরিষদ এটি প্রকাশে অনুমোদন দেয়।
প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর জাপানে অতিরিক্ত কাজের চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক ও আত্মহত্যার ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত কাজের কারণে বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা ও মামলার ঘটনাও ঘটে।
২০১৫’র ডিসেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ২২.৭ শতাংশ কোম্পানির ওপর জরিপটি চালানো হয়। এতে দেখা গেছে, প্রতি মাসে এসব কোম্পানির কোনো কোনো কর্মী ৮০ ঘণ্টার বেশি অতিরিক্ত কাজ করে।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল