ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আবার রাজনীতিতে ফিরছেন! এ ব্যাপারে ব্লেয়ার নিজেই জানান, ব্রিটিশ রাজনীতিতে মধ্যপন্থীরা যে রকম বিপদে পড়েছেন, তাতে তিনি কী ভূমিকা পালন করতে পারেন? এমনটিই ভাবছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্লেয়ার জানান, ব্রিটেন যেভাবে ‘এক দলীয় রাষ্ট্রে’ পরিণত হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন। জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি যে পথে যাচ্ছে, ব্লেয়ার তার কড়া সমালোচনা করেছেন। ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টি পরপর তিনটি নির্বাচনে জয়ী হয়। কিন্তু ২০০৩ সালে ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে নামানোর পর ব্লেয়ার তীব্র সমালোচনার মুখে পড়েন। লেবার পার্টির বহু সমর্থক এবং ব্রিটেনবাসী ব্লেয়ারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন।
২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে টনি ব্লেয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। এতে করে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন তিনি।
এদিকে ইরাক যুদ্ধের ব্যাপারে ব্রিটেনে এ বছর সরকারি ভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়, সেটিরও সমালোচনা করেছেন ব্লেয়ার।
বিডি প্রতিদিন/এ মজুমদার