ভারতের ছেলের ওপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মায়ের থেকে স্বামীকে নিয়ে আলাদাভাবে বসবাস করতে জোর করলে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন স্বামী।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস অনিল দাভে এবং জাস্টিস এল নাগেশ্বর এ রায় দেন বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।
১৪ পাতার রায়ে তারা বলেন, ‘পশ্চিমি সভ্যতার সঙ্গে ভারতীয় সংস্কৃতি এবং রীতিনীতির বিস্তর ফারাক রয়েছে। সেখানকার নিয়ম এখানে কার্যকর হতে পারে না। বৃদ্ধ বাবা-মাকে দেখা ছেলের কর্তব্য বলেই ধরা হয়। বিয়ের পর স্বামীর পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন স্ত্রী। যদি বিশেষ ক্ষেত্র না হয় তবে স্বামীকে অভিভাবকদের থেকে পৃথক করার জন্য মানসিক এবং শারীরিক কোন নির্যাতন করলে বিচ্ছেদের মামলা করতে পারেন স্বামী।’
রায়ে আরও বলা হয়েছে, ‘অতীতে দেখা গেছে স্বামীকে চাপ দিতে স্ত্রী আত্মহত্যার হুমকি বা আত্মহত্যার চেষ্টা করেন। যদি কোন ক্ষেত্রে তিনি মারা যান তবে আইনি সমস্যায় জর্জরিত হতে হয় সেই ব্যক্তিকে। তার ক্যারিয়ার, পরিবার, সম্মান সব কিছু এক নিমিষেই শেষ হয়ে যায়। এ সব কিছুর কথা ভেবে শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে নেন অনেকে।’
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব