জ্যোতিষী অধ্যাপক অ্যালান লিখটম্যান ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। আর ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে রীতিমতো ‘মহানায়ক’ হয়ে ওঠেন এই জৌতিষী। তবে ট্রাম্পের জন্য দুঃসংবাদও দিয়ে রেখেছেন তিনি। বলেছেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করতে পারবেন না, তাকে অভিশংসন করা হবে। গত ৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাস বিভাগের এই অধ্যাপক।
মার্কিন নির্বাচনকে সামনে রেখে সব জনমত জরিপ যখন হিলারি ক্লিনটনকে এগিয়ে রেখেছে, সেই সময় লিখটম্যান বলেছিলেন, ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এবং তার ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে। গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে লিখটম্যান বলেছিলেন, রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, কারণ তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, তিনি কখন যে কী করেন, তার ঠিক নেই। তবে আমার বিশ্বাস, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিঘ্নিত কিংবা পকেট পূর্ণ করতে এমন কিছু করবেন, যা তাকে অভিশংসন করার সুযোগ তৈরি করবে।
১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে ওয়াশিংটনের দ্য আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক লিখটম্যানের ভবিষ্যদ্বাণী ফলে গেছে। এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে তিনি ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ নামে একটি বইও লিখেছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ