৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণার পর থেকে প্রায় 'মাছি মারা'র মতো অবস্থা হয়েছিল ভারতের ডান্স এবং সিঙ্গিং বারগুলির। ক্রেতা টানতে এবার তাই ‘কুপন’ ব্যবস্থা চালু করেছেন বেশ কিছু ডান্স এবং সিঙ্গিং বার কর্তৃপক্ষ।
এতদিন শহরের ডান্স এবং সিঙ্গিং বারগুলিতে চাইলেই ৫০০ ও ১০০০ নোটের বদলে খুচরো টাকা মিলত। ডান্স বারগুলিতে যারা যান, তারা ওই খুচরা টাকা গায়ক-গায়িকা কিংবা যারা নাচেন, তাদের বকশিশের পিছনে খরচ করতেন। কিন্তু বর্তমানে গ্রাহকদের ওই খুচরা টাকার বদলে সাদা কাগজের টুকরোর উপর মোটা করে ‘১০০’ লেখা কুপন দেওয়া হচ্ছে। ওই কুপনেই গ্রাহকেরা বকশিশ মেটানোর কাজ করছেন। ইতিমধ্যে সেই কুপন গ্রাহকদের মধ্যে জনপ্রিয়ও হয়েছে।
শনিবার শহরের একাধিক পানশালায় গিয়ে কুপন ব্যবস্থার সেই চিত্রই চোখে পড়েছে। ধর্মতলার এক পানশালার কর্মী বলেন, ‘‘পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের বিনিময়ে এই কুপন ব্যবস্থা চালু হয়েছে। এতে দু’টি সুবিধা হয়েছে। কুপন চালু হওয়ায় পানশালায় গ্রাহকেরা আগের চেয়ে বেশি আসছেন। ফলে ব্যবসা পুরোপুরি মার খাচ্ছে না। পাশাপাশি, গ্রাহকদের দেওয়া বাতিল নোট পরে গায়ক-গায়িকাদেরই দিয়ে দেওয়া হচ্ছে। ফলে পানশালার মালিকদের বাতিল নোট রেখে দেওয়ার সমস্যা পোহাতে হচ্ছে না।’’
তবে পানশালা এবং ডান্স বারগুলির বিরুদ্ধে গ্রাহকদের কাছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগও উঠছে। জানা গেছে, গ্রাহক বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোটে পানাহারের খরচ মেটালে তাদের কাছ থেকে মোট খরচের ২০ শতাংশ অতিরিক্ত টাকা নিচ্ছে বারগুলি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘যা পরিস্থিতি তাতে পানশালায় গিয়ে ৫০০ টাকার খানাপিনা করলে খরচ করতে হবে ৬০০ টাকা।’’
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৬/হিমেল-১৯