পাকিস্তানের যে এলাকাগুলিতে এযাবৎ দিন-রাত এক করে জাল ভারতীয় নোট ছাপার কাজ চলত, ভারতীয় গোয়েন্দারা বলছেন, সেই সব কারখানা এখন কেবল নিস্তব্ধতা। ভারতীয় সরকার ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণা করায় কার্যত তালা পড়ে গেছে পাকিস্তানের ওই সব জাল নোট ছাপার কারখানায়। আর এতে বিপাকে পড়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, দুটি নোট বাতিলের সিদ্ধান্তে ঘোর সমস্যায় দাউদ ইব্রাহিমও। কারণ তার অন্যতম দায়িত্ব ছিল, পার্শ্ববর্তী দুই দেশের মাধ্যমে ভারতে জাল টাকা ঢুকিয়ে দেশটির অর্থনীতিকে দুর্বল করা। গত দেড় দশকের বেশি সময় ধরে জাল রুপি ঢোকানোর বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছিল দাউদ।
কিন্তু এক ধাক্কায় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হয়ে যাওয়ায় সেই নেটওয়ার্ক পুরোটাই পথে বসে গেছে। ফলে দাউদের প্রাসঙ্গিকতা আইএসআইয়ের কাছে এক ধাক্কায় অনেকটা কমেছে বলে মত গোয়েন্দাদের।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব