৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে সুনামি আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও এটি কয়েক ঘণ্টা স্থায়ী থাকবে। ইতিমেধ্যে বাসিন্দাদের অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। খবর বিবিসির।
মার্কিন ভূতত্ব জরিপ বিভাগ বলছে, স্থানীয় সময় রবিাবর দিবাগত রাত ১১টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।
২০১১ সালের এক ভূমিকম্পে ক্রাইস্টচার্চে এক ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়েছিলেন এবং শহরের কেন্দ্রস্থল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি শহরটি।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব