ভারতীয় সরকার ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণা করায় রবিবারও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। এখনও স্বাভাবিক হয়নি এটিএম পরিষেবা। দৈনন্দিন খরচ চালাতে গিয়েও হিমসিম অবস্থা হচ্ছে সাধারণ জনগণের। ফলে এই নোট দুর্ভোগ নিয়ে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে একই বিষয়ে সিপিএমের থেকে সাড়া পাননি মমতা। তবুও মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিরোধীদের একজোট করার চেষ্টা ছাড়ছেন না তিনি। এরই অংশ হিসেবে রবিবার এই নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের কী ধরনের দুর্ভোগ হচ্ছে, তা রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ফোন করে অভিযোগ জানিয়েছেন তৃণমূলনেত্রী। রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে এটা টুইট করে নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি জানান, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ফোন করে মানুষের এই যন্ত্রণার কথা বলা হয়েছে। ধৈর্য ধরে কথাগুলো শোনায় রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানান মমতা।
মোদী সরকারের বিরুদ্ধে ফোনে অভিযোগ জানিয়েই ক্ষান্ত হননি তিনি। আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেও যাবেন। এর জন্য রাষ্ট্রপতি তাকে সময়ও দিয়েছেন বলে টুইটে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোন কোন দলের নেতা তার সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন, এবিষয়ে স্পষ্ট করে কিছুই উল্লেখ করেননি মমতা।
যদিও সূত্র উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, মমতা ইতিমধ্যেই আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে কথা বলেছেন। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও ফোনে কথা হয়েছে তার। মোদী সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য মমতা আবেদন জানিয়েছেন বলে সূত্র উল্লেখ করে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। যদিও, এবিষয়ে সীতারাম ইয়েচুরি তাকে কোনো কথা দেননি বলেই দাবি করা হচ্ছে। তবে, সিপিএম রাজ্য সম্পাদক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নোট বাতিল ইস্যুতেও তৃণমূলের সঙ্গে তারা কোনো রকম যৌথ আন্দোলন করবে না।
সোমবার ও মঙ্গলবার বাঁকুড়া সফরে যাওয়ার কথা ছিল মমতার। নোট বাতিলের পরে সাম্প্রতিক পরিস্থিতিতে আপাতত সেই সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। বরং বিরোধীদের একজোট করার লক্ষ্যে তিনি মঙ্গলবার দিল্লি যাচ্ছেন।
শনিবারই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক দেন মমতা। সেই জোটে সিপিএমকেও স্বাগত জানিয়েছিলেন তিনি। মমতার দাবি ছিল, অন্য কেউ নেতৃত্ব দিলেও তৃণমূল এই জোটে থাকবে।
বিডি প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৩