জনপ্রিয় 'রক অ্যান্ড রোল' তারকা লিওন রাসেল আর নেই। রবিবার রাতে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ফেলেন। লিওন রাসেলের স্ত্রী জ্যানেট ব্রিজের উদ্ধৃতি দিয়ে সিএনএন সোমবার এ খবর জানিয়েছে। মৃত্যুকালে লিওন রাসেলের বয়স হয়েছিল ৭৪ বছর। তার ওয়েবসাইটেও জানানো হয়, ঘুমের মধ্যেই জীবনের শেষ নিঃশ্বাসটি ফেলেছেন লিওন রাসেল।
সত্তরের দশকের আগে অন্য সঙ্গীতশিল্পীদের জন্য পিয়ানোবাদক হিসেবে দীর্ঘদিন পর্দার পেছনে কাজ করেছেন লিওন রাসেল। এরপর নিজেই রক অ্যান্ড রোল দিয়ে হয়ে ওঠেন বিশ্বখ্যাত তারকা। পিয়ানো, গিটারবাদক এবং গীতিকার হিসেবে দীর্ঘসময় কাজ করার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে জায়গা করে নেন লিওন রাসেল।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা