আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ২০ জানুয়ারি। নতুন প্রশাসনে কে থাকছেন তা ঠিক করতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তিনি হোয়াইট হাউসের শীর্ষ দুটি পদে নিয়োগ ঘোষণা করেছেন।
রবিবার রিপাবলিকানদের জাতীয় কনভেনশনের চেয়ারম্যান রেইন্স প্রিবাসকে ট্রাম্প হোয়াইট হাউস প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। নির্বাচনী প্রচারণা শিবিরের প্রধান নির্বাহী কর্মকর্তা স্পিফেন কে. ব্যাননকে ট্রাম্প নিজের প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছেন।
এ নিয়োগ দেয়ার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সবচেয়ে সফল দলের সদস্যদের দেশ পরিচালনার জন্য পাশে পেয়ে আমি খুবই আনন্দিত। স্টিভ এবং রেইন্স খুবই যোগ্যতাসম্পন্ন নেতা এবং আমাদের প্রচারণা শিবিরের জন্য তারা কঠোর পরিশ্রম করে জয় এনেছেন। আমেরিকাকে মহান বানাতে হোয়াইট হাউসেও আমি তাদের পাশে দেখতে চাই।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা