পাকিস্তান তাড়িয়ে দিলেও আফগানিস্তানের সেই আলোচিত 'কিশোরী'র বিনা পয়সার চিকিৎসা করার দায়িত্ব নিয়েছে ভারত। পাসপোর্ট জাল করার অভিযোগে পেশোয়ারে গ্রেফতার হওয়ার পর শরবত গুলা নামের সেই 'কিশোরী'কে নিজ দেশে পাঠিয়ে দেয় পাকিস্তান। সম্প্রতি জানা গেছে, শরবত হেফাটাইটিস সি-তে আক্রান্ত।
এ খবর পাওয়ার পর ভারত সরকার ব্যঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শরবত গুলার চিকিৎসা করাতে ব্যবস্থা গ্রহণ করেছে। আফগান 'কিশোরী'কে চিকিৎসার সুযোগ দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নয়াদিল্লির আফগান রাষ্ট্রদূত সাহিদা মহম্মদ আবদালি। তিনি জানান, আফগান গার্লের দ্রুত ভিসার ব্যবস্থা করা হচ্ছে।
১৯৮৪ সালে দেশে ছেড়ে পাকিস্তানে চলে এসেছিলেন শরবত। সেখানেই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারে ধূসর চোখের এক আফগান বালিকার ছবি তেলেন। ১৯৮৫ সালে সেই ছবি ন্যাশনাল জিওগ্রাফিক তাদের প্রচ্ছদে প্রকাশ করে। সেই বালিকাই আজকের শরবত গুলা। এখন চেহারায় বয়সের ছাপ পড়লেও তার দুই চোখ বালিকা বয়সের মতোই তীক্ষ্ণ।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা