ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে মন্ত্রিপরিষদ, গুরুত্বপূর্ণ পদে কারা ঠাঁই পাবেন তা নির্ধারণে সহায়তা করতে ১৬ সদস্যের নির্বাহী কমিটি (ট্রানজিশন টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে এক চতুর্থাংশ বা চারটি পদেই আছেন ট্রাম্প পরিবারের সদস্যরা। তারা হলেন ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, দুই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং জামাই জারেদ কুশনার। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।
টিমের প্রধান করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্সকে। টিমের সদস্য ইভানকার বয়স ৩৫ বছর। তার পিতা ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালানোর সময় বেশিরভাগ সময়ই সঙ্গে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। অন্যদিকে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প। একই সঙ্গে তিনি এরিক ট্রাম্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। শিশুবিষয়ক গবেষণার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ করে এরিক ট্রাম্প ফাউন্ডেশন। এর বাইরে পিতা ডোনাল্ড ট্রাম্পের যে ১৮টি গলফ কোর্স রয়েছে তারও দেখভাল করেন এরিক ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র হলেন, ট্রাম্পের বড় ছেলে। একই সঙ্গে তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্টও। তার বয়স ৩৮ বছর। তিনি রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর অতিথি উপদেষ্টা। জারেদ কুশনারের বয়স ৩৫ বছর। তিনি হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ২০০৯ সালে বিয়ে করেন ইভানকা ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অনলাইন ও সামাজিক মাধ্যমে মূল দায়িত্ব পালন করেন তিনি।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা