মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে নতুন এক সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, নিহতরা আগে তাদের ওপর অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। খবর বিবিসির।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালিয়ে ২ জন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হবার পর ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।
সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, একপর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে, সৈন্যদের সাহায্যার্থে দুটি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।
চলতি বছরের এপ্রিলে সংঘর্ষে হতাহত হওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।
তবে, হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন প্রকাশিত ছবিতে "ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ" দেখা যাচ্ছে যা "পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি"। মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে 'ক্লিয়ারেন্স অপারেশন' হিসেবে অভিহিত করছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের দেশটির নাগরিক হিসেবে স্বীকার করে না। তাদেরকে অন্য দেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব