দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়ে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডে সোমবার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যা কাঁপিয়ে দিয়েছে ওশিয়ানিয়া অঞ্চলের দ্বীপ রাষ্ট্রটিকে। কাঁপন ধরিয়ে দিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের মনেও। ভূমিকম্প আঘাত হানলে ভয় পেয়ে মুহূর্তেই টিম হোটেল ছাড়লেন পাকিস্তান দলের সদস্যরা।
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে পাকিস্তান দলের প্রস্তুতি ম্যাচ নেলসনে। আগামীকাল ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। তাই সেখানেই একটি হোটেলে অবস্থান করছেন সফরকারী দলের খেলোয়াড়রা। ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানলে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে হোটেল ছাড়েন মিসবাহরা।
নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তারা। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত হোটেলের বাইরেই ছিলেন পাকিস্তানের খেলোয়াড়রা। ঘটনাটিকে ‘বিভিষীকাময়’ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা