মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে শত শত ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এ প্রমাণ মিলেছে। এএফপির বরাত দিয়ে মায়ানমারের সংবাদমাধ্যম রবিবার এ খবর প্রকাশ করেছে।
রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার আগে ও পরের দুটি ছবির স্ক্রিনশট দিয়ে ওই সংবাদ প্রকাশ করা হয়। চলতি বছরের নভেম্বর মাসে দুটি ছবি তোলা হয়। ছবি দুটি একই জায়গা থেকে তোলা। কিন্তু প্রথমটিতে জনবসতি ও স্থাপনার অস্তিত্ব থাকলেও পরের ছবিতে সেটা নেই। সংবাদমাধ্যমটি জানায়, মিয়ানমারের সৈন্যরা বেশ কয়েকজন রোহিঙ্গাকে হত্যা করেছে এবং সীমান্তে রোহিঙ্গা পুলিশ হত্যায় অভিযুক্তদের খোঁজে গণহারে গ্রেফতার করেছে।
মিয়ানমারের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এসব রোহিঙ্গাদের আটক করা হচ্ছে।
মিয়ানমারের সেনাবাহিনী জানায়, শনিবার রোহিঙ্গা অধ্যষিত গ্রামগুলোতে এ অভিযান চালানো হয়। এতে দুই সেনা ও ছয় অভিযুক্ত নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমটিতে আরও বলা হয়, এসব এলাকায় সরকার প্রবেশ নিষেধ করে দিয়েছে। তাই সরকার এ হামলা সম্পর্ক যে তথ্য দিচ্ছে তা যাচাই করা কঠিন হয়ে গেছে।
স্যাটেলাইট ইমেজগুলো প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে গণহারে অগ্নিসংযোগ করা হচ্ছে। রোহিঙ্গাদের তিনটি গ্রামে ৪০০ এর বেশি ভবন পুড়িয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা