যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প বেতন হিসাবে বছরে মাত্র এক ডলার নেবেন। রবিবার সিবিএস টেলিভিশনের 'সিক্সটি মিনিটস'-কে দেয়া সাক্ষাৎকারে বিতর্কিত রিপাবলিকান এ কথা বলেন। তিনি জানিয়েছেন, আইন মেনে চলেন বলেই হয়তো বছরে এক ডলার (প্রায় ৮০ টাকা) নিতে হবে। খবর এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসাবে ৪ লাখ ডলার পেয়ে থাকেন। গত ৮ নভেম্বর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে জনগণের ভোট বেশি পেয়েছেন হিলারি। ইলেক্টোরাল কলেজ ভোটে তাকে পেছনে ফেলেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ