সরিয়ে নেয়া হল ট্রাম্প টাওয়ারের সামনের বালুর ট্রাক। নির্বাচনের পর ট্রাম্পবিরোধী জনরোষ বৃদ্ধি পাওয়ায় পর্যটক আর সাধারণের জন্য উন্মুক্ত ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় নিউইয়র্ক পয়ঃনিষ্কাশন বিভাগের বালুভর্তি ট্রাক মোতায়েন করা হয়েছিল। কার বোম্বের মতো শক্তিশালী বিস্ফোরণ থেকে টাওয়ারটিকে রক্ষায় এ ব্যবস্থা নেয়া হয়েছিল। বালুভর্তি ট্রাকের ছবি ও খবর ভাইরাল হওয়ার পরই মূলত ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়।
এদিকে, বালুর ট্রাক সরিয়ে নেয়ার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে ভারী কংক্রিটের প্রতিবন্ধক তৈরি করে ঘিরে দেয়া হয়েছে। ওইসব প্রতিবন্ধকের ওপর এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) স্টিকার সাঁটানো হয়েছে বলে জানিয়েছে ইউএস নিউজ। তবে কতদিন এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে সে বিষয়ে সিক্রেট সার্ভিস ও এনওয়াইপিডি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
নিউইয়র্ক পুলিশের কমিশনার স্টিভ ডেভস বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনেক পরিকল্পনা ও সৃজনশীলতার সম্মিলন ঘটেছে।
অপরদিকে, ট্রাম্প টাওয়ারে অবস্থিত শপিংমলের বিভিন্ন ব্যবসায়ীরা বিশেষ নিরাপত্তায় বেশ লোকসানের মুখে পড়েছে। ক্রেতাদের ট্রাম্প টাওয়ারে পৌঁছাতে বেশ কয়েকটি নিরাপত্তা ধাপ ও প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। আর এর ফলে টাওয়ারের বড় বড় ব্র্যান্ড হাউজগুলো তাদের ক্রেতা হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ